ফতুল্লার পাগলা থেকে ৩শ’ ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ মো. আরিফ হোসেন (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত আরিফ হোসেন ফতুল্লা থানার পাগলার দৌলতপুরস্থ মৃত আকবর হোসেনের পুত্র।
রোববার(২৭ মার্চ) রাতে ফতুল্লার পাগলা দৌলতপুরস্থ নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আরিফ হোসেনকে আসামী করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের পরিদর্শক মো. আজিজুলের ইসলামের নেতৃত্বে একটি দল রোবাবার রাতে পাগলা দৌলতপুরস্থ চিন্থিত মাদক ব্যবসায়ী আরিফ হোসেনের নিজ বাসায় অভিযান চালায়।
এ সময় আটক করা হয় আরিফ হোসেন কে এবং তার নিকট থেকে উদ্ধার করা হয় ওই ইয়াবা ট্যাবলেট।
