নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের কদমরসুল অংশের ২৩ নং ওয়ার্ডে নির্মাণাধীন পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
গতকাল শনিবার (৮ জুলাই) বিকালে তিনি এই নির্মাণকাজ পরিদর্শন করেন।
এসময় মেয়র আইভী নির্মাণকাজে সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেন এবং মসজিদের কাজ ভালভাবে সম্পন্ন হওয়ার ব্যপারে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। দ্রুত নির্মাণকাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেন।
নির্মাণকাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী কাউন্সিলর শাওন অংকন, যুবলীগ নেতা আব্দুল মোতালেবসহ স্থানীয় মুরব্বি ও আওয়ামী লীগের নেতা কর্মীরা।