নারায়ণগঞ্জ নগরীর পাইকপাড়ায় নিজের ঘরে হাত ও পায়ের রগ কেটে নারীকে খুন এবং খুনের পর স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ৷
গতকাল রোববার (৭ মে) রাত আটটার দিকে শহরের কালিরবাজার স্বর্ণপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷
গ্রেপ্তার ব্যবসায়ীর নাম বিপ্লব দাস (৪০)৷ তিনি স্বর্ণপট্টি এলাকার এসি ধর রোডের নওয়াব প্লাজার রূপসা অলংকার নামে স্বর্ণের দোকানের মালিক৷
বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের পরিদর্শক আল-মামুন৷ তিনি বলেন, পাইকপাড়ায় নূরজাহান নামে এক নারীর খুনের ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে৷ খুনের শিকার নারীর বাসা থেকে যেসব স্বর্ণালঙ্কার খোয়া গিয়েছিল তা ওই ব্যক্তির কাছে পাওয়া গেছে৷
স্থানীয় ব্যবসায়ীরা জানান, স্বর্ণপট্টিতে আটকের জন্য অভিযানে গেলে বিপ্লব দাসের দোকান থেকে একজোড়া স্বর্ণের কানের দুল এবং একটি চেইন পাওয়া যায়৷ বিপ্লব ডিবিকে জানায়, তিনি স্বর্ণালঙ্কারগুলো এক ব্যবসায়ীর কাছ থেকে কিনেছেন৷
এ প্রসঙ্গে পরিদর্শক আল-মামুন বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ডিবি অভিযান চালায়৷ ৷ আসামিকে আমরা আমাদের হেফাজতে নিয়ে আসি৷ হত্যার ঘটনার সাথে জড়িত মূল আসামিকে ধরার জন্য আমরা চেষ্টা করছি৷ শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে৷