নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রধানমন্ত্রীর নৌকার বিজয় হবে, তার আইভীরও বিজয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নৌকার মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী।
আজ রোববার (১৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে নগরীর দেওভোগ শিশুবাগ স্কুল কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইভী বলেন, নৌকা ইনশাল্লাহ জিতবে, আইভী ইনশাল্লাহ জিতবে। এই শহরের মানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক। তারা আমাকে ভোট দিতে আসছে। তাদের সমর্থন নিয়ে আমি আবারও বিজয়ী হবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমি আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো তারা যেন ভোটারদের ভোট প্রদান প্রক্রিয়া সহজ করে দেয়। কোন কেন্দ্রে যেন স্লো না রাখে। সবাই যেন দ্রুত ভোট দিতে পারে। যেহেতু সিস্টেমটা নতুন তাই বিভিন্ন ওয়ার্ডে স্লো ভোট হচ্ছে। সব জায়গায় প্রচুর ভোটার লাইনে আছে।