বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও জেলা বিএনপি সাবেক আহবায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপি ও সহযোগি সংগঠনের যে কোন নেতা-কর্মীদের পাশে থাকবো।
আমাকে দল থেকে বহিস্কার করা হলেও বিএনপি আদর্শ থেকে দূরে সরে যায়নি। বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা ও গণগ্রেপ্তার করেও দমানো যাবে না।
শহীদ জিয়ার আদর্শে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিদের্শে গণতন্ত্র রক্ষার্থে নিজেদের জীবন উৎসর্গ দিয়ে প্রস্তুত রয়েছে। বিএনপি সকল নেতা-কর্মীদের প্রতি আহবান রইলো, আপনাদের যে কোন প্রয়োজনে তৈমূর আলম আপনাদের পাশে থাকবে।
মঙ্গলবার ১৩ ডিসেম্বর হাইকোর্ট থেকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় বিস্ফোরক আইনের মামলায় ৫জন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের জামিন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
জামিন প্রাপ্তরা হলেন, ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার মাহমুদ বকুল, ১২নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রহমান, মোজাম্মেল হোসেন, আক্তার হোসেন অপু, ফারুক।