নেতাকর্মীদের পাশে থাকবো চিরদিন : তৈমূর আলম

শেয়ার করুণ

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও জেলা বিএনপি সাবেক আহবায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপি ও সহযোগি সংগঠনের যে কোন নেতা-কর্মীদের পাশে থাকবো।

আমাকে দল থেকে বহিস্কার করা হলেও বিএনপি আদর্শ থেকে দূরে সরে যায়নি। বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা ও গণগ্রেপ্তার করেও দমানো যাবে না।

শহীদ জিয়ার আদর্শে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিদের্শে গণতন্ত্র রক্ষার্থে নিজেদের জীবন উৎসর্গ দিয়ে প্রস্তুত রয়েছে। বিএনপি সকল নেতা-কর্মীদের প্রতি আহবান রইলো, আপনাদের যে কোন প্রয়োজনে তৈমূর আলম আপনাদের পাশে থাকবে।

মঙ্গলবার ১৩ ডিসেম্বর হাইকোর্ট থেকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় বিস্ফোরক আইনের মামলায় ৫জন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের জামিন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

জামিন প্রাপ্তরা হলেন, ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার মাহমুদ বকুল, ১২নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রহমান, মোজাম্মেল হোসেন, আক্তার হোসেন অপু, ফারুক।

নিউজটি শেয়ার করুণ