নগরীর নিতাইগঞ্জে মা ও মেয়ে খুন হয়েছেন। এ ঘটনায় জুবায়ের নামে এক যুবককে আটক করেছে সদর মডেল থনা পুলিশ।
আজ মঙ্গলবার (১লা মার্চ) বিকেলে নগরীর নিতাইগঞ্জ সংলগ্ন ডালপট্টি এলাকায় মাতৃভবন নামের একটি আবাসিক ভবনের ৬ তলার একটি ফ্ল্যাট বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন রুমা চক্রবর্তী ও তার মেয়ে ঋতু চক্রবর্তী (২২)।
হত্যাকান্ডের জড়িত অভিযোগে আটক জুবায়ের (৩২) পাইকপাড়ার আলাউদ্দিনের ছেলে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান বলেন, মা ও মেয়েকে খুন করা হয়েছে। আমরা একজনকে আটক করেছি। তিনি বলেন আমাদের প্রাথমিক ধারনা নিহত দুজনকে ধারালো ছুরির আঘাতে হত্যা করা হয়েছে। তবে লাশ ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ৷
