ন.গঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাহাবুবুর রহমানের উপর ম্যানেজিং কমিটির সদস্য সরকার আলম এবং ওয়াহেদ সাদত বাবু কর্তৃক অতর্কিত আক্রমণ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাও. আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক মানজুর আহমাদ।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গত রবিবার (১০ এপ্রিল) দুপুরে দুর্নীতিবাজ, ক্ষমতালোভী, ভর্তি বাণিজ্যের সুবিধাভোগী মানসিকতার দুজন অভিভাবক প্রতিনিধি মানুষ গড়ার কারিগর সিনিয়র শিক্ষকের গায়ে হাত তুলে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। অনতিবিলম্ব তাদের সদস্য পদ বাতিল করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে নতুবা এরা শিক্ষক সমাজের জন্য আরও ভয়ংকর হয়ে উঠবে।

উল্লেখ্য, নারায়নগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য আলম ও বাবু ভর্তি বাণিজ্যে সুবিধা করতে না পেরে গত বরিবার দুপুরে স্কুল কম্পাউন্ডে শিক্ষার্থীদের সামনে সিনিয়র শিক্ষক মাহাবুবুর রহমানকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন।
