আগামী ৪ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডে ২০১৯ সালে নিবন্ধিত ভোটারদের মাঝে জাতিয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড বিতরণ করা হবে।
বৃহস্পতিবার (১১ মার্চ) বাংলাদেশ নির্বাচন কমিশনের জারি করা এক বিজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপনে বলা হয়েছে, আগামী ৪ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডে জাতিয় পরিচয় পত্র বিতরণ করা হবে। মহিলারা সকাল সারে ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এবং পুরুষ দুপুর ১২টা থেকে বিকেল সাওের ৩টা পর্যন্ত মাসদাইর আদর্শ স্কুল থেকে এ কার্ড সংগ্রহ করতে পারবে।
বিজ্ঞাপনে আরও বলা হয়েছে, স্মার্ট কার্ড পাওয়ার জন্য সংস্লিষ্ট কাউন্সিলরের কাছ থেকে বক্স নম্বর সংগ্রহ করতে হবে। এছাড়া সাথে করে ভোটার আবেদনের স্লিপ ও জন্ম নিবন্ধনের ফটোকপি আনতে হবে।
