নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের কমিটি ঘোষনার কয়েক ঘন্টার মাথায় স্থগিত ঘোষণা করা হয়েছে কমিটি। পাচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনার পরপরই স্থগিত ঘোষনা করা হলো দীর্ঘদিন পর ঘোষিত এই কমিটি।
এর আগে আজ সোমবার ( ২৯ মে) নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের কমিটির অনুমোদন দেয় কেন্দ্র। এতে সভাপতি করা হয়েছে এক সময়ের যুবদল নেতা এনামুল খন্দকার স্বপনকে। কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছে ছাত্রদলের এক সময়ের আলোচিত নেতা রশিদুর রহমান রশুকে।

২৮ মে কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ওই কমিটির অনুমোদন দেন।

কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসেবে মাহাবুব হাসান জুলহাস, সহ সভাপতি নাজমুল কবির নাহিদ ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন আল আমিন খান।