না.গঞ্জ থেকে লঞ্চ চলাচল চালু হয়েছে

শেয়ার করুণ

টানা ২ দিন যাত্রীবাহী লঞ্চ বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে নারায়ণগঞ্জ থেকে।

এরই মধ্যে কয়েকটি লঞ্চ মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জে এসে পৌঁছেছে। আরেকটি ছেড়ে যাচ্ছে চন্ডিপুর, নড়িয়ার পথে।

নারায়ণগঞ্জ টার্মিনালের শুল্ক প্রহরী আনিছুর রহমান দুপুর সোয়া ১টায় লাইভ নারায়ণগঞ্জকে জানান, টার্মিনাল থেকে ঘন্টা খানেক ধরে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে গত ১২ মে সন্ধ্যা থেকে নারায়ণগঞ্জ থেকে সব ধরণের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এরপর থেকে ১৩ ও ১৪ মে ঘাটে আসা যাত্রীদের ‘লঞ্চ চলছে না’ বলে ফেরত পাঠানো হয়েছে। টানা ২ দিন বন্ধ থাকার পর ১৫ মে দুপুর সোয়া ১২টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে গত ১২ মে সন্ধ্যা থেকে নারায়ণগঞ্জ থেকে সব ধরণের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এরপর থেকে ১৩ ও ১৪ মে ঘাটে আসা যাত্রীদের ‘লঞ্চ চলছে না’ বলে ফেরত পাঠানো হয়েছে। টানা ২ দিন বন্ধ থাকার পর ১৫ মে দুপুর সোয়া ১২টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

চাঁদপুর, মুন্সীগঞ্জ, রামচন্দ্রপুর, নড়িয়া ও মতলব রোডে নারায়ণগঞ্জ থেকে ৪৪টির বেশি লঞ্চ চলাচল করে। এ সব লঞ্চে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করে।

১৬ মে চাঁদপুরের ষাটনল পরিবার নিয়ে যাবেন নিয়ে যাবেন মো. সুমন মিয়া। তাই ১৫ মে দুপুরে লঞ্চ টামিনালে এসেছেন যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে কি না; জানতে।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) বাবু লাল বৈদ্য বলেন, ১২ মে সন্ধ্যা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। ১৫ মে দুপুর থেকে পুনরায় চালু করা হয়েছে। তবে, যাত্রী কম থাকায় সময় মতো লঞ্চ ছাড়তে পারছে না লঞ্চ চালকরা।

নিউজটি শেয়ার করুণ