প্রেমের টানে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার এনায়েতগর থেকে কাঁটাতারের বেড়া পেরিয়ে বর্ধমানে এসে বিয়ে করেও শেষ রক্ষা হল না তরুনীর।
ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যানের করা
অভিযোগের জেরে নূরতাজ আক্তার মিম ও শেখ
সামিমকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গের বর্ধমান থানার পুলিশ।
গত রবিবার ধৃত ২জনকেই বর্ধমান আদালতে পেশ করেছে পুলিশ।
জানা গেছে, ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব হয় ও তা থেকে নূরতাজ আক্তার মিম প্রেমে পড়ে। গত ৩ মাস আগে
বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার এনায়েতগড় থেকে
বনগাঁ বর্ডার হয়ে বর্ধমানে আসেন এই তরুনী। দালালের মাধ্যমে তাকে
বনগাঁ বর্ডার পার করতে সাহায্য করে তার প্রেমিক বর্ধমান
শহরের তেঁতুলতলা এলাকার বাসিন্দা শেখ সামিম।
এরপর বর্ধমান শহরে এসে ইসলামি শরিয়ত অনুযায়ী
তাদের বিয়ে হয়। এরপর তারা একসঙ্গেই থাকছিলেন।
শনিবার ন্যাশানাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যানের
করা অভিযোগের জেরে পুলিশ শেখ সামিমের বাড়িতে হানা দেয়। নূরতাজ আক্তার মিমের পাসপোর্ট ও ভিসার
ডকুমেন্টস চাইলে নূরতাজ পুলিশকে বাংলাদেশ সরকারের এক জন্ম সার্টিফিকেট দিলেও অন্য কোনো
বৈধ কাগজ দেখাতে পারেনি। এরপরই পুলিশ ২জনকে
গ্রেফতার করে।