নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে বের হয়ে সিদ্ধিরগঞ্জে হত্যাকান্ডের শিকার হয়েছেন নাজমুল হাসান (৩২) নামে এক যুবক।
আজ বুধবার (২৩ মার্চ) সকালে জামিনে বের হয়ে দুপুর ১২টায় শিমুলপাড়া এলাকায় স্থানীয় কাউন্সিলর অফিসের কাছে রেল লাইনের পাশে হত্যাকান্ডের শিকার হন তিনি। তবে ঠিক কী কারনে তাকে হত্যা করা হয়েছে তা কেউ বলতে পারে নি।

নিহত নাজমুল হাসান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী চর সুমিলপাড়া এলাকার ইউনুস হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন ও রিপন নামের দুই ভাই নাজমুলকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে দুপুর সোয়া ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, বিষয়টি নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কাজ করছে। পরে বিস্তারিত জানানো হবে।
