‘নারায়ণগঞ্জ জেলা শ্রেষ্ঠ’ পুরষ্কার পেয়েছেন টিম খোরশেদের লিডার ও নারায়ণগঞ্জ সিটির ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। এসময় খোরশেদের হাতে পুরষ্কার তুলে দেন তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) ঢাকার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আফতাব আলী শেখ, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. আব্দুল আজিজ।
