না.গঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ

শেয়ার করুণ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পন্চবটীস্থ এনায়েতনগর ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে প্রধান অতিথি হিসেবে ফতুল্লা থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, বিশেষ অতিথি হিসেবে থানা সাধারণ সম্পাদক এড আব্দুল বারী ভুইয়া, সাবেক সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাসান আলী, সহ সভাপতি শাহাদুল্লাহ, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, থানা বিএনপির যুগ্ম সম্পাদক আক্তার খন্দকার, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, থানা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান, থানা কৃষকদলের আহবায়ক আমির বেপারী উপস্থিত ছিলেন। এসময় এনায়েতনগর ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হাসান লিটন, ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুম্মন হোসেনসহ ইউনিয়ন ও এর আওতাধীন ওয়ার্ড বিএনপি ও অংগসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও শত শত নেতাকর্মী স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে।

এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড মাহমুদুল হক আলমগীরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সন্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিনের জনপ্রিয়তায় সরকার ইর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে একের পর মিথ্যা মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন।

সাম্প্রতিককালে জেলা শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধা ও হামলার তীব্র নিন্দা জানান। বক্তারা হামলা মামলা উপেক্ষা করে একদফা দাবীতে আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিনের নেতৃত্বে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যাক্ত করেন।

নিউজটি শেয়ার করুণ