কঠোরতা থেকে সরে বহিষ্কৃত ও পদ হারানো নেতাদের দলে ফেরানোর কথা বিবেচনা করছে বিএনপি। সরকার পতন আন্দোলনে তাদেরও জোরালো ভূমিকা চায় দলটি। ইতোমধ্যে এসব নেতাদের দলে ফেরানো নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন দলের শীর্ষ দুই জাতীয় স্থায়ী কমিটির সদস্য।
নীতি নির্ধারকরদের ভাষ্য, প্রতিটি কর্মীই দলের জন্য গুরুত্বপূর্ণ। কাউকেই তারা হারাতে চান না। তাদেরকে সাথে নিয়েই চলমান সরকার বিরোধী আন্দোলন বেগবান করতে চায় দলটি।
বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হতেই পারে। এর অর্থ কিন্তু কেউ দল থেকে বাদ গেল বা দল থেকে দূরে সরিয়ে দেয়া নয়।’
বিএনপির অপর স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘যারা এখনও বিএনপিতে আছেন এবং অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করছেন, তাদের তো অবশ্যই ফিরিয়ে নেয়া হবে। এটা শুধু সময়ের ব্যাপার।’
দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের ব্যাপারে তৈমুর আলম খন্দকার বলেন, ‘যেহেতু আমাকে বহিস্কার করেছে, এ অবস্থায় তো আমি মাঠে-ময়দানে গিয়ে আগের মতো কোনো কর্মসূচিতে যেতে পারি না। নীতিগতভাবে যেতে পারি না।’
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়ার পর এমন প্রতিক্রিয়াই ছিল নারায়াণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে অংশ নেয়া বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের। পরে তাকে দল থেকেও বহিষ্কার করা হয়।