না.গঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আ্যাড. নাছরিন আক্তারকে জয়ী করতে একাট্টা ৭ চেয়ারম্যান

শেয়ার করুণ

আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন ২০২২ সংরক্ষিত মহিলা ওয়ার্ড (১ নং ওয়ার্ড) থেকে নির্বাচন করতে যাচ্ছেন অ্যাডভোকেট নাছরিন আক্তার প্রধান। অ্যাডভোকেট নাসরিন প্রধানকে জয়ী করতে বদ্ধপরিকর সদর-বন্দর উপজেলার ৭ ইউপি চেয়ারম্যান।

আজ (১ অক্টোবর) শনিবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনময় সভায় চেয়ারম্যানগন হরিণ প্রতিকে নাছরিন আক্তার ও সিলিং ফ্যান প্রতিকে মাছুম আহমেদকে জয়ী করার ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধানের সঞ্চালনায় এড. নাছরিন আক্তার প্রধানের মতবিনিয় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সানাউল্লাহ মানু ভাইস চেয়ারম্যান, বন্দর উপজেলা, নারায়ণগঞ্জ । অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন আলহাজ্ব গাজী এম এ সালাম ম্যান, মদনপুর ইউনিয়ন পরিষদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন জনাব মোঃ মাকসুদ হোসেন, চেয়ারম্যান, মুছাপুর ইউনিয়ন পরিষদ, মোঃ জাকির হোসেন, চেয়ারম্যান, আলীরটেক ইউনিয়ন পরিষদ, মোঃ ফজর আলী, চেয়ারম্যান গোপনগর ইউনিয়ন পরিষদ, মোঃ কামাল হোসেন, চেয়ারম্যান, ধামগড় ইউনিয়ন পরিষদ

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এহসান উদ্দিন আহমেদ, চেয়ারম্যান বন্দর ইউনিয়ন পরিষদ ।

এছাড়া উপস্থিত ছিলেন সদর, বন্দর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটারগন।

নিউজটি শেয়ার করুণ