না.গঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে আনোয়ার হোসেনের মনোনয়ন জমা

শেয়ার করুণ

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোয়নপত্র জমা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক মো. আনোয়ার হোসেন।

আজ ৭ সেপ্টেম্বর (বুধবার) বেলা ১১ টায় রাজধানী ধানমন্ডি আওয়ামীলীগের সভানেত্রীর কার্যালয় অফিস সেক্রেটারি আলাউদ্দিন সাহেবের নিকট মনোনয়নপত্র জমা দেন।

দলীয় মনোনয়ন জমাদানের সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব, সাংগঠনিক সস্পাদক জি এম আরাফাত, উপ দপ্তর সম্পাদক সানোয়ার হোসেন সানু, কার্যকরি সদস্য ও নাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির।

দলীয় মনোয়ণপত্র জমা দেয়ার পর আনোয়ার হোসেন বলেন, ছাত্র জীবনে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি শুরু করেছি। তিনি মানুষের কল্যাণ করার নিদের্শ দিয়ে ছিলেন। সেই থেকে আওয়ামীলীগের রাজনীতি সাথে সম্পৃক্ত হয়ে এখন মহানগর আওয়ামীলীগের দীর্ঘ সময় সভাপতি দায়িত্ব পালন করছি।

বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনার স্নেহ ও ভালোবাসায় জেলা পরিষদের নির্বাচনে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। সৎ ও যোগ্যতার সাথে জেলা পরিষদের দায়িত্ব পালন করেছি। কারো কাছে মাথানত করেনি।

জেলা পরিষদের ৫ বছর দায়িত্বে ২ বছর করোনা সময় নষ্ট হয়েছে। বুঝে উঠার আগে দায়িত্ব শেষ হয়ে গেছে। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আবারো প্রশাসক দায়িত্ব দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছেন।

১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচনে আবারো দলের মনোনয়ন চাইলাম। আমার বিশ্বাস, নেত্রী আমাকেই দলীয় মনোয়ন দিবেন। তিনি উন্নয়নের কারিগর জনপ্রতিনিধিদের দলের মনোয়ন দেন।

নিউজটি শেয়ার করুণ