না.গঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হতে যাচ্ছেন চন্দন শীল

শেয়ার করুণ

আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একমাত্র আওয়ামীলীগের মনোনীত প্রার্থী চন্দন শীল মনোনয়নপত্র জমা দিয়েছেন। জাতীয় পার্টির প্রার্থী জয়নাল আবেদীন মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তিনি মনোনয়ণপত্র জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আনোয়ার হোসেনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন এই আওয়ামী লীগ নেতা। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষনা বাকি।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের কাছে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি চন্দন শীল। তিনি আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত হোসেনসহ বিপুল সংখ্যক আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠবন্ধু চন্দনশীল ২০০১ সালের ১৬ জুন নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামীলীগ অফিসে বোমা হামলায় দুই পা হারান। চিরতরে পঙ্গত্ববরণ করলেও রাজনীতির মাঠ ছাড়েননি তিনি। সক্রীয়ভাবে দলীয় সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন- ২০২২ আগামী ১৭ অক্টোবর সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৮ সেপ্টোম্বর। আপিলের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর। প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

নিউজটি শেয়ার করুণ