নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী আরিফ (৩৫) কে ফতুল্লায় পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাতটার দিকে ফতুল্লার গুদারাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (আইসিপি) মাহাবুবুর জানান, ফতুল্লা থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনে মামলার তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বাদী হয়ে বিএনপির ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেছেন।
এর আগে সোমবার (২১ নভেম্বর) দিবাগত রাতে ফতুল্লা মডেল থানার এস আই শাহাদাত হোসেন বাদী হয়ে দলটির ও এর সহযোগি সংগঠনের ৩৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।