না.গঞ্জে ৮ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার

শেয়ার করুণ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কল্যান্দি এলাকা থেকে অজ্ঞাত এক কণ্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির আনুমানিক বয়স ৮-১০ বছর।

আজ সোমবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, সকালে এলাকবাসী লাশ দেখতে পেয়ে আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। নিহতের কোন পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। বিস্তারিত পরে বলা যাবে।

নিউজটি শেয়ার করুণ