না.গঞ্জে ৮০০ পরিবারের মাঝে খেলাফত মজলিসের কুরবানীর গোশত বিতরন

শেয়ার করুণ

নারায়ণগঞ্জে ৮০০ অস্বচ্ছল পরিবারে কুরবানীর গোশত পৌঁছে দিয়েছে খেলাফত মজলিস

আজ শুক্রবার ৩০ জুন সকালে প্রতি বছরের ন্যায় প্রায় ৮০০ অসচ্ছল পরিবারে কুরবানি গোশত বিতরণ কর্মসূচী পালন করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখা।

সংগঠনের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন ও মহানগর সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেকের তত্ত্বাবধানে এবং মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদের নেতৃত্বে এ কার্যক্রমে বিশেষ দায়িত্বে ছিলেন, সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক ও সদর থানা সভাপতি হাফেজ কবির হোসাইন, জেলার সহ-সাধারণ সম্পাদক ও ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, মহানগর সহ-সাধারণ সম্পাদক ও সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ।

বিতরণকালে নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সহ-সভাপতি ও শ্রমিক মজলিসের মহানগর সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, খেলাফত মজলিস মহানগর সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহ আলম, ডাঃ শামীম ভূঁইয়া, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুহাম্মাদ শরীফ মিয়া, ফতুল্লা থানার সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুনঈম, মহানগর শ্রম সম্পাদক আব্বাস সিকদার, মহানগর প্রচার সম্পাদক ও ইসলামী যুব মজলিসের মহানগর আহ্বায়ক প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর বায়তুলমাল সম্পাদক সাঈদ হাসান নুর প্রমুখ।

এসময়ে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে মানুষ আজ দিশেহারা। মানুষের অধিকার নিয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই। দিনে দিনে দেশকে দেউলিয়া করে দিয়েছে এই সরকার। এ অবস্থা থেকে উত্তরণের জন্য খেলাফত প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। খেলাফত প্রতিষ্ঠিত হলেই কেবল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং তারা প্রকৃত ঈদের আনন্দ অনুভব করতে পারবে।

নিউজটি শেয়ার করুণ