নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৭ তলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে সাবিনা (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন।
বিষয়টি আজ সন্ধ্যায় নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: মোজাম্মেল হক।
এর আগে বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাবিনা সিদ্ধিরগঞ্জের আটি এলাকার জজ মিয়ার মেয়ে। তার স্বামীর নাম আল-আমীন। সে মেঘনা ইকোনমিক জোনের একটি ফ্যাক্টরিতে চাকুরী করে।
সাবিনার পিতা জজ মিয়া জানান, তার মেয়ে পরিবারের কাউকে না বলে হাউজিং এলাকায় গিয়ে একটি সাততলা ভবন থেকে লাফ দেন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথেই সে মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: মোজাম্মেল হক জানান, বিকেলের দিকে নিহতের মরদেহ সিদ্ধিরগঞ্জে নিয়ে আনা হলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে সে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায় নি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।