নারায়ণগঞ্জের সোনারগাঁয় থেকে ৪৪ কেজি গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১। তাদের দাবী গ্রেফতারকৃত প্রত্যেকেই মাদক ব্যবসার সাথে জরিত। ১৬ জানুয়ারি সকাল সাড়ে ৭টায় আষাঢ়িয়ারচর মেঘনাঘাট সাকিনস্থ বিসমিল্লাহ ফিলিং স্টেশন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় আসামীদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার ৪৫ টাকা, ৫টি মোবাইল, ৬টি সীম উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর সহকারী পরিচালক এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
গ্রেফতারকৃতরা হলো- মো. সোহেল মিয়া (২১), মো. ছোটন মিয়া (২৬), জাকির হোসেন (২৫), মো. হান্নান (২১), মো. সোহাগ মিয়া (২৪) ও মো. ইউসুফ (২২)।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা অভিনব পন্থায় সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।