না.গঞ্জে ৪০ কেজি গাঁজাসহ শাহ আলম গ্রেপ্তার

শেয়ার করুণ

নারায়ণগঞ্জের বন্দরে ৪০ কেজি গাঁজাসহ মো. শাহ আলম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২১-১০৪১) জব্দ করে র‌্যাব।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মো. শাহ আলম কুমিল্লা জেলার লালমাই থানার রামপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। 

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১১’র সহকারী পরিচালক এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেপ্তারকৃত মো. শাহ আলম পেশাদার মাদক ব্যবসায়ী।

সে প্রাইভেটকারের চালকের ছদ্মবেশে বিভিন্ন সময়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে বিক্রয় ও সরবরাহ করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় রাফি ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে ওই গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত মো. শাহ আলমকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুণ