না.গঞ্জে ২২ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেয়ার করুণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো- নুর মোহাম্মদ (৩৭), মো. মনির (৪২), মো. জিসান (২২), মো. নাহিদ (২০), মোসাঃ নাসিমা বেগম (৩০), মোসাঃ জোৎনা বেগম (৩৫)। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১১’এর সহকারী পরিচালক এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও এর আশ-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বিশনন্দী ফেরিঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুণ