না.গঞ্জে ১৯টি কেন্দ্রে হবে এইচএসসি ও সমমান পরীক্ষা

শেয়ার করুণ

সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষা ঘিরে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আন্তঃশিক্ষা বোর্ড। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রোববার এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস প্রকাশ করেছে।

এদিকে, ঢাকা বোর্ডের আওতাধীন নারায়ণগঞ্জ জেলায় ১৯টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রগুলোতে জেলার মোট ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এক যোগে পরীক্ষায় অংশ গ্রহন করবে। নারায়ণগঞ্জ সদর উপজেলা মোট ৯ টা,রূপগঞ্জ উপজেলায় ৩টা, বন্দর উপজেলায় ৩টা, আড়াইহাজার উপজেলায় ২টা ও সোনারগাঁও উপজেলায় ২টা কেন্দ্র রয়েছে।

সদর উপজেলায় ৯টি কেন্দ্রের মধ্যে রয়েছে, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, সরকারি আদমজীনগর এম ডব্লিউ কলেজ, রেবতী মোহন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ, মর্গ্যান গার্লস হাই স্কুল এন্ড কলেজ,আদর্শ গার্লস স্কুল ও কলেজ, নারায়ণগঞ্জ গার্লস স্কুল ও কলেজ।

রূপগঞ্জ উপজেলায় ৩ টি কেন্দ্রের মধ্যে রয়েছে, মুড়াপাড়া কলেজ, সলিম উদ্দিন চৌধূরী কলেজ, ভূলতা ইচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

বন্দর উপজেলায় ৩ টি কেন্দ্রের মধ্যে রয়েছে, কদম রসুল কলেজ,হাজী ইব্রাহীম আলম চাঁন মডেল স্কুল ও কলেজ ও নাজিমউদ্দিন ভূইয়া কলেজ।

আড়াইহাজার উপজেলায় ২ টি কেন্দ্রের মধ্যে রয়েছে, সরবারি সফর আলী কলেজ ও রোকন উদ্দিন মোল্লা গার্লস কলেজ।

সোনারগাঁও উপজেলায় ২ টি কেন্দ্রের মধ্যে রয়েছে,সোনারগাঁও সরকারি কলেজ ও সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজ।

এর আগে গত ৮ জুন এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী ১৭ আগস্ট থেকে বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। রুটিন অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০১০ সাল থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি এবং এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা হয়ে আসছিল। তবে করোনা মহামারির কারণে তাতে ছেদ পড়ে। মহামারির কারণে এক বছর পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। এরপর ২০২১ ও ২০২২ সালেও পরীক্ষা নেওয়া হয় সংক্ষিপ্ত সিলেবাসে। ২০২২ সালে বন্যার কারণে নভেম্বরে হয়েছিল এইচএসসি পরীক্ষা। তবে এবার পূর্ণাঙ্গ সিলেবাসে জুলাইয়ে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হলেও সিলেবাস শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়।

সূত্র: লাইভ নারায়ণগঞ্জ

নিউজটি শেয়ার করুণ