না.গঞ্জে হরতালের সমর্থনে বামজোটের গণসংযোগ

শেয়ার করুণ

জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে ‘বাম গণতান্ত্রিক জোট’ আহুত৷ আগামী ২৫ আগস্ট দেশব্যাপী অর্ধদিবস (সকাল ৬ টা – দুপুর ১২ টা) হরতাল সফল করতে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ‘সিপিবি’ নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ।

আজ শনিবার দুপুরে (১২টা-১টা) শহরের মিশন পাড়া থেকে শুরু করে বঙ্গবন্ধু সড়কের ২ নং রেলগেইট পর্যন্ত এ প্রচারণা কর্মসূচি পালন করেছেন।

‘সিপিবি’ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তীর নেতৃত্বে প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য আঃ হাই শরীফ, বিমল কান্তি দাস, শাহানারা বেগম, জেলা কমিটির সদস্য জাকির হোসেন, কৃষ্ণা ঘোষ, সুজয় রায় চৌধুরী বিকু, মনিরুজ্জামান চন্দন, আঃ মালেক ও শ্রমিক নেতা এম এ শাহীন।

এ সময় নেতৃবৃন্দ সারাদেশের জনগণকে এই সংগ্রামে যুক্ত হয়ে দাম কমানোর দাবি আদায়ে ‘বাম গণতান্ত্রিক জোট’ আহুত ২৫ আগস্ট (বৃহস্পতিবার) দেশব্যাপী অর্ধদিবস (সকাল ৬টা-দুপুর ১২টা) হরতাল পালনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুণ