জেলার সিদ্ধিরগঞ্জে এক নারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মো. সাইফুল ইসলাম (৪২) ওরফে হাতুড়ি হুজুরকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ এর মাদানি নগর টায়ার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারামারি, চুরি, দোকান লুটপাটসহ একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকালেই আমরা একাধিক মামলার আসামী সাইফুলকে গ্রেফতার করে দুপুরে আদালতে প্রেরণ করেছি।