না.গঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১

শেয়ার করুণ

নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে সড়ক দূর্ঘটনায় এক ব্যাক্তি নিহত হয়েছে।

বুধবার (৮ মার্চ) ভোর রাতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় এই দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিহত ব্যাক্তির নাম মো. জাকির হোসেন। সে বারদী ইউনিয়ন ৫নং ওয়ার্ড চেঙ্গাকান্দী গ্রামের মৃত হেলাল উদ্দিন ফেলু বড় ছেলে। সে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম লাইভ নারায়ণগঞ্জকে জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে পথচারী জাকির হোসেনের উপর একটি যাত্রীবাহী বাস উঠিয়ে দেন। স্থানীয়রা সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুণ