জেলার সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) শুক্রবার ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের কাঠারাবো এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী বলেন, ধারণা করা হচ্ছে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।