না.গঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

শেয়ার করুণ

জেলার সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন।

এরআগে সোমবার দিবাগত রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সানারপাড় পিডিকে পাম্প স্টেশনের সামনে অজ্ঞাত কোনো গাড়ির তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. নুর মিয়া তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩ টা ৫০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০-৪৫ বছর হবে।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন এর সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুণ