নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পার্টি অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
আজ বুধবার (২৩ আগস্ট) ভোর রাতে ইউনিয়নের বরইবাড়ী এলাকায় মুনতাহা স্টীল মিলের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, বুধবার ভোর রাতে কে বা কাহারা স্বেচ্ছাসেবক লীগের অফিসে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিক ঘটনাস্থলে কাউকে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে শত্রুতার জেরে এই আগুন লাগানো হয়েছে।
এ ঘটনায় সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী নাজমুল হাসান জানান, আমরা দীর্ঘদিন যাবত অফিসটিতে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছি। আমাদের কাজের ব্যাঘাত ঘটানোর জন্য এ অগ্নিকাণ্ডের সাথে জড়িতদের সঠিক তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবী জানাই।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. সামসুল ইসলাম ভূইয়া বলেন, ক্ষমতাসীন দলের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে অগ্নিকাণ্ড অন্তত দুঃখজনক সঠিক তদন্তের মাধ্যমে শীঘ্রই আইনের আওতায় আনা হবে।
এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম সুমন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পেরেছি। এখনও কোন অভিযোগ পাইনি, পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।