না.গঞ্জে সিএনজির ধাক্কায় নিহত ১

শেয়ার করুণ

জেলার বন্দরে অটো রিকশার পিছনে বেপোরোয়া গতিতে আসা একটি সিএনজি ধাক্কা দিলে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। তার নাম উর্মি রানী ঘোষ (২৭)।

 নিহত উর্মি রানী ঘোষ বন্দরের লাঙ্গলবন্দ বাজার এলাকার নুর আলমের ভাড়াটিয়া লোকনাথ কর্মকারের স্ত্রী এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারের ঝাউগড়া এলাকার অনিল কান্তি ঘোষের মেয়ে।


মঙ্গলবার রাতে উর্মি অটোরিকশায় করে আড়াইহাজার থেকে বন্দরের বাসায় ফিরছিলেন। এসময় মুছাপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় পৌছলে একটি সিএনজি পিছন দিক থেকে তাকে বহনকারী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়র তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়েজ এর সত্যতা নিশ্চিত করেছেন। 

নিউজটি শেয়ার করুণ