ঝগড়ার আপোস মিমাংসা করে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সাকিব আনজুম এর বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর সহ তাকে প্রানে মেরে ফেলার হুমকি দিয়েছে বন্দর থানাধীন বারই পাড়া এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা।
শুক্রবার (৩ মার্চ) বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটের সময় এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী মোঃ সাকিব আনজুম। তিনি বারই পাড়া এলাকার কাজী মোঃ আবুল হোসেন এর পুত্র।
অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর থানাধীন বাড়ই পাড়া এলাকার বালুর মাঠে ফুটবল খেলা নিয়ে দুই দলের মধ্যে ঝগড়া হলে তা আপোষ মিমাংসা করে দেন সাবেক ছাত্রলীগ নেতা আনজুম সহ স্থানীয় লোকজন। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার বিকেলে অভিযুক্ত ১নং বিবাদী নূর হোসেন (৩৭) এর নির্দেশে দেশীয় অস্ত্রসস্ত্র, ছুরি চাকু, রাম দা, লাঠিশোঠা নিয়ে ভূক্তভোগী আনজুমের বাড়িতে অতর্কিত হামলা চালায় শান্ত, সানি, জিসান, সিফাত সহ অজ্ঞাতনাম আরো ৫/৬ জন কিশোর গ্যাং সদস্য। এসময় তারা বাড়ির গেইট ও দরজা-জানালায় ব্যাপক ভাংচুর চালায়। পাশাপাশি অভিযোগকারীর হাত পা ভেঙ্গে পঙ্গু করে দেওয়া সহ প্রানে মেরে ফেলার হুমকি প্রদান করে। হামলার সময় সাকিব আনজুম বাড়িতে ছিলেন না, তবে তার অসুস্থ পিতা বাড়িতে থাকায় বাড়িঘর ভাঙচুরের সময় তিনি আরো অসুস্থ হয়ে যান।
এদিকে কিশোর গ্যাংয়ের এমন অতর্কিত হামলার ঘটনায় বাড়ির সদস্যদের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে বলে জানান সাকিব আনজুম।