না.গঞ্জে সাবেক ছাত্রলীগ কর্মী রাকিব হত্যাকান্ডে তিন ঘাতক গ্রেপ্তার

শেয়ার করুণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক ছাত্রলীগ কর্মী মো. রাকিব হোসেন (১৮) হত্যা মামলার পলাতক প্রধান ৩ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- দেলোয়ার (৪০), সজিব মিয়া (২২) ও মো. রুবেল হোসেন (৩৮)। 


শুক্রবার রাত পৌঁনে বারোটার দিকে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগরের একটি অভিযানিক দল র‌্যাব-১৪ ও র‌্যাব-১৫ এর সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করে।


প্রসঙ্গত, রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার এবং পূর্ব বিরোধের জের ধরে দেলোয়ার, সজিব মিয়া ও মো. রুবেল হোসেনসহ অন্যান্য সন্ত্রাসীরা রাকিব হোসেনকে গত বুধবার ২১ সেপ্টেম্বর রাতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হান্নানের চায়ের দোকানের সামনে অতর্কিতভাবে এলোপাথারি মারপিট শুরু করে।

এসময় অভিযুক্ত সন্ত্রাসী দেলোয়ার তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে রাকিবের পিঠের উপর দিকে ডান পাশে কোপ দিয়ে গুরুতর জখম করে এবং সজিব ধারালো চাপাতি দিয়ে রাকিবের বাহুতে কোপ দিয়ে হাত দ্বিখন্ডিত করে ফেলে। এরপর রাকিবকে এলোপাথারিভাবে দেশীয় ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে তারা।


এঘটনায় নিহত রাকিবের বোন আখি আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই হত্যাকারীরা আত্মগোপন করে ।

নিউজটি শেয়ার করুণ