জেলার রূপগঞ্জে পাশের বাড়ির দোকানির বিরুদ্ধে এক শিশু(৭) কে ধর্ষণ চেষ্টার গ উঠেছে। এ ঘটনায় পর ভুক্তভোগী শিশুটি লজ্জায় বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে শিশুটির পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়। পরে পুলিশ এসে ওই দোকানিকে গ্রেপ্তার করে শিশুটিকে উদ্ধার করে।
রবিবার (২০ ফেব্রুয়ারি) রূপগঞ্জ থানার পরিদর্শক (ইন্সপেক্টর) তদন্ত হুমায়ুন কবীর মোল্লা গ্রেপ্তারের বিষটি নিশ্চিত করেছেন। অভিযুক্ত দোকানীর নাম সাইদুর রহমান (৪৮)। সে উপজেলার ভুলতা ইউনিয়নের আটাবো এলাকার বাসিন্দা।
রূপগঞ্জ থানার পরিদর্শক (ইন্সপেক্টর) তদন্ত হুমায়ুন কবীর মোল্লা লাইভ নারায়ণগঞ্জকে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণের চেষ্টার একটি মামলা দায়েল করেছেন। ইতিমধ্যে আমরা আসামীকে আদালতে প্রেরণ করেছি।