না.গঞ্জে শিপন নামে এক মিশু চালক নিখোঁজ

শেয়ার করুণ

জেলার বন্দরে শিপন (২৫) নামের এক মিশুক চালক নিখোঁজ হয়েছে। শনিবার  সকালে তিনি তার নিজ বাসা থেকে জীবিকার উদ্দেশ্যে অটোরিকশা (মিশুক) নিয়ে বের হয়ে নিরুদ্দেশ হয়ে যায়।

নিখোঁজ শিপন সোনারগাঁও উপজেলার মানিক চান মিয়ার ছেলে। বর্তমানে তিনি স্ত্রী উর্মী আক্তারকে নিয়ে বন্দরের চাপাতলী এলাকায় বসবাস করে আসছে। এ ব্যাপারে নিখোজ সিপনের স্ত্রী বাদী হয়ে বন্দর থানায় একটি জিডি এন্ট্রি করা হয়েছে।


নিখোঁজের স্ত্রী জানান,দীর্ঘদিন যাবৎ আমি ও আমার আমার স্বামী শিপন বন্দরের চাপাতলী এলাকায় বসবাস করে আসছি। তিনি মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

গত ২৪ মার্চ (শুক্রবার) প্রতিদিনের ন্যায় আমার স্বামী শিপন ঘুম থেকে উঠে মিশুক গাড়ি বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। এ বিষয়ে আত্নীয় স্বজনসহ বহুজায়গায় খুঁজেও তাকে কিংবা তার সাথের মিশুক খুঁজে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুণ