জেলার রূপগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ বেদিতে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আতিকুল ইসলাম (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী।
আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোর চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
এর আগে সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার গাজী সেতুর পশ্চিম পাড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আতিকুল ও তার বন্ধু সাব্বির গুরুতর আহত হন বলে জানায় পুলিশ।
নিহত আতিকুল ইসলাম উপজেলার মুশুরী গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি বাগবের এলাকার কর্ডোভা হাই স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলেন। এবারের এসএসসি পরীক্ষায় তার অংশগ্রহণ করার কথা ছিল। এই দূর্ঘটনায় আতিকুলের বন্ধু গোয়ালপাড়া এলাকার আব্দুল ওহাদের ছেলে মো. সাব্বির (১৫) আহত অবস্থায় এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রূপগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।