না.গঞ্জে রিকশাসহ নিখোঁজ আল মনসুর নামে এক যুবক

শেয়ার করুণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অটো রিকশাসহ নিখোঁজ হয়েছে আব্দুল আল মনসুর (২০) নামে এক যুবক। গত ৫দিন ধরে তার হদিস নেই। এ ঘটনায় তার মা ছেমনা খাতুন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করেছেন। জিডি নং-৫০৬।


ছেমনা খাতুন জানান, সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় চাচা মোস্তাফিজের ভাড়া বাসা থেকে গত ৫/৬ বছর ধরে ব্যাটারি চালিত অটো রিকশা চালায় তার ছেলে আল মনসুর। তাদের গ্রামের বাড়ি ফেনী জেলার দাগনভু্ঞাঁ থানার নয়নপর এলাকায়। গত ৬ ফেব্রæয়ারি বিকাল ৩টার দিকে নিজের অটো রিকশা নিয়ে বের হয় আল মনসুর।

রাত ১২টা ৩৯ মিনিটে আল মনসুরের চাচা মোস্তাফিজ তার মোবাইলে ফোন করে বলে বাসায় আসবে কখন। তখন মনসুর বলে রাতে বাসায় আসবো না কাজ আছে। কিন্তু সকালে মনসুর বাসায় না আসায় তার মোবাইলে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। অটো রিকশাসহ তার কোন খোঁজ না পেয়ে ৯ ফেব্রæয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করেন বলে জানান ছেমনা খাতুন।


এ বিষয়ে জিডির তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এস আই মশিউর রহমান জানান, নিখোঁজ আল মনসুরের মোবাইল ট্যাকিং করে দেখা যায় তার লাস্ট লোকেশন ছিল সোনারগাঁও উপজেলার সাদিপুর এলাকায়। তিনি আরও জানান, তার মোবাইলের সিডিআর (কল লিস্ট) এর জন্য আবেদন করা হয়েছে। তা হাতে পেলে বাকীটা জানা যাবে।

নিউজটি শেয়ার করুণ