না.গঞ্জে যুবকের মৃত্যুর ৭১ দিন পরে হত্যা মামলা

শেয়ার করুণ

আড়াইহাজারে মোশারফ হোসেন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনার ৭১ দিন পর হত্যা মামলা হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে ওই যুবকের বড়ভাই মনজুর মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মূলত ময়নাতদন্তের প্রতিবেদনে আঘাত জনিত কারণে যুবকের মৃত্যু হয়েছে উল্লেখ করা হলে হত্যা মামলাটি দায়ের করা হয়।

এর আগে, ২৯ জুন সকালে উপজেলার চালাকচর গ্রামের লৌঘার চকের চিউর গাছতলা নামক স্থানে একটি আমগাছের ডাল থেকে মোশারফ হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। তিনি ওই এলাকার মৃত মালেক মিয়ার ছেলে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওই সময় অপমৃত্যুর মামলা করা হয়। ঘটনার দুই মাস ৯ দিন পর ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী ঘটনা হত্যাকাণ্ড বলে উল্লেখ করা হয়েছে। এতে নিহতের বড় ভাই মনজুর বাদী হয়ে ৬ সেপ্টেম্বর রাতে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ জুন বিকাল ৪টার দিকে মোশারফ হোসেন ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন ২৯ জুন সকালে বাড়ির সামনে আমগাছের উঁচু ডালে তার ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ওই সময় আড়াইহাজার থানায় একটি অপমৃত্যু মামলা হয়। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যাকাণ্ডের বিষয়টি উঠে আসে।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ আছে আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

তিনি আরও বলেন, ঝুলন্ত অবস্থায় নিহতের লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছিল। কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য এতদিন অপেক্ষায় ছিলাম। এখন ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেয়ে হত্যা মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুণ