না.গঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুণ

নারায়ণগঞ্জ বন্দরে রবিন (২০) নামে এক ফার্নিচার দোকানের কর্মচারী ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বন্দর থানার ২৩নং ওয়ার্ডের একরামপুর ইস্পাহানী এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করে পুলিশ। 


আত্মহত্যাকারি  রবিন সোনারগাঁ থানার পাঁচআনী এলাকার মাসুদ মিয়ার ছেলে। এর আগে গত শনিবার রাত সাড়ে ১১টা থেকে রোববার সকাল সাড়ে ৭টার মধ্যে যে কোন সময়ে ওই আত্মহত্যার ঘটনাটি ঘটে। 


এ ব্যাপারে আত্মহত্যাকারি মা সাহানা বেগম বাদী হয়ে রোববার দুপুরে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন।  

বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা জানায়, রোববার সকালে একরামপুর ইস্পাহানী এলাকাবাসী ফার্নিচার দোকানে ভিতরে ফাঁস লাগানো অবস্থায় লাশ দেখতে পেয়ে বন্দর থানা পুলিশকে অবগত করে। 


পরে সংবাদ পেয়ে থানার এসআই শওকতসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আত্মহত্যার কারন জানা যায়নি। তবে আত্মহত্যার কারন জানার জন্য পুলিশের তদন্ত অব্যহত আছে। 

নিউজটি শেয়ার করুণ