জেলার বন্দরে ময়লায় আগুন লাগানোকে কেন্দ্র করে পিতা ও পুত্রকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা। আহতরা হলেন- আহসান উল্লাহ ও তার ছেলে আদিম।
আজ মঙ্গলবার (৩ জানুয়ারী) সকালে নবীগঞ্জ নুরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় আহসান উল্লাহ বাদি হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আহসান উল্লাহ জানান, নবীগঞ্জ পুর্ব পাড়া এলাকার ধনু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী বাবু, রুবেল, ও মেয়ে রুবিনা আমার বাড়ির পিছনে ময়লায় আগুন লাগানোকে কেন্দ্র করে আমার বাড়িতে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এ সময় আমি তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা উত্তেজিত হয়ে আমাকে এলোপাথাড়ি কিল ঘুষি ও লাথি মারে। পরে তাদের হাতে থাকা লোহার রড ও কেচি দিয়ে এলোপাথাড়ি আঘাত ও কোপাতে থাকে। এ সময় আমাকে বাঁচাতে আমার ছেলে আদিম এগিয়ে আসলে তারা আমার ছেলেকেও কুপিয়ে জখম করে।
তিনি আরও জানান,
পরে আমাদের চিৎকারের আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, হামলার ঘটনায় থানায় অভিযোগ নেওয়া হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।