না.গঞ্জে মাদক, নগদ টাকা সহ মাদক ব্যবসায়ী আটক

শেয়ার করুণ

জেলার বন্দরে ১৬ বোতল ফেন্সিডিল ও ২শ’ ৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৫০ হাজার টাকাসহ ফারুক (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৪ জানুয়ারী) ভোর সোয়া ৪টায় বন্দর থানার দক্ষিন লক্ষনখোলাস্থ জনৈক সোহরায়ারদী ভাড়াটিয়া বাড়ি থেকে বিভিন্ন প্রকার মাদক দ্রব্য ও মাদক বিক্রির নগদ টাকাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি ফারুক মিয়া বন্দর চৌধুরীবাড়ী এলাকার সিরাজ মিয়ার ছেলে। এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক আহাদুজ্জামান বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৩৫)১)২৩।

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারি ফারুক মিয়া দীর্ঘ দিন ধরে লক্ষখোলা এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছে।
তার এই মাদক ব্যবসা কারনে উক্ত এলাকায় চুরি ছিনতাইসহ অপরাধ কর্মকান্ড ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। গ্রেপ্তারকৃতকে ওই মামলায় মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুণ