নারায়ণগঞ্জে বিএনপির মহা সমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতারা৷ এখন পর্যন্ত বিএনপির ১৫ জন নেতাকর্মীকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে জানিয়েছেন তারা।
আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
বিএনপি জানায়, ২৮ জুলাই মহাসমাবেশকে ঘিরে আতঙ্কিত সরকার ও তাদের আজ্ঞাবহ প্রশাসন কর্তৃক বিএনপি নেতাকর্মীদের আটক করছে।
আটককৃতকরা হলেন, মোঃ সোলায়মান নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ শাজাহান উচিতপুরা ইউনিয়ন যুবদলের সদস্য, মো. বাবুল, শাহআলম মাস্টার-সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক, মোঃ শাহজাহান-নাসিক ২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি, খন্দকার হুমায়ুন কবির-ফতুল্লা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি, সেলিম চৌধুরী কমল-ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, মোঃ শহীদ সরকার- সহ সাধারণ সম্পাদক সোঁনারগাও উপজেলা বিএনপি, মোঃ ইউসুফ আলী ভুঁইয়া-সভাপতি আড়াইহাজার উপজেলা বিএনপি, ডাঃ মোঃ আলী আকবর- সভাপতি, সোনারগাঁও পৌর তাতীঁদল, মোঃ খন্দকার হুমায়ন- সাবেক সভাপতি, ফতুল্লা ইউনিয়ন বিএনপি, মোঃ শহীদুল্লাহ, সভাপতি, ৭ নং ওয়ার্ড বিএনপি, সাদিপুর ইউনিয়ন সোনারগাঁও, মোঃ ডালিম সিকদার-সাবেক যুগ্ম আহবায়ক সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দল, মো হারুন মিয়া-সেচ্ছাসেবক দল নেতা সনমান্দী ইউনিয়ন সোনারগাঁও, মোঃ রবিউল ইসলাম যুবদল নেতা তারাবো পৌরসভা রূপগঞ্জ।