না.গঞ্জে মসজিদে এতেকাফরত অবস্থায় একজনের মৃত্যু

শেয়ার করুণ

জেলার রূপগঞ্জে মসজিদে এতেকাফরত অবস্থায় জালালউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার তারাব পৌর এলাকার মৈকুলি কেদ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

জালাল উদ্দিনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার নান্দাইল থানার বাছোদি গ্রামে। তিনি স্বপরিবারে উপজেলার মৈকুলি এলাকার সাদেক ভুঁইয়ার ভাড়াটিয়া বাড়িতে থাকতেন। পেশায় তিনি একজন ঝালমুড়ি বিক্রেতা ছিলেন।

স্থানীয় সুত্রে জানাযায়, বিশ রমজানে অন্যান্যদের সাথে মৈকুলি কেন্দ্রীয় জামে মসজিদে এতেকাফে বসেন জালালউদ্দিন। বুধবার ফজরের নামাজের পর যথারীতি ঘুমিয়ে পরেন। সকাল নয়টার দিকে ঘুম থেকে উঠেই জালালউদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পরলে স্থানীরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেন।

মৈকুলি কেন্দীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আইয়ুবী বলেন, বিশ রমজান থেকে জালাল উদ্দিন এতেকাফে বসেছেন।

ফজরের নামাজের পর তিনি তার মেয়ে কোরআন খতম করেছে তার জন্য দোয়া চেয়েছেন আমাদের কাছে। নামাজ শেষে আমি রুমে চলেযাই। সকাল ৯টার দিকে ঘুমথেকে উঠে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় উনাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

মসজিদ কমিটির সাধারন সম্পাদক হালিম ভুইয়া জানান, বুধবার ফজরের নামাজের পর যথারীতি জালালউদ্দিন ঘুমিয়ে পরেন। ঘুম থেকে উঠেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে উনাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

দুপুরে জানাযা শেষে তার লাশ পরিবারের মাধ্যমে সমাজ বাসীর সহযোগিতায় কিশোরগঞ্জ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে তাকে দাফন করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুণ