আড়াইহাজারে মসজিদের দেয়াল ভেঙ্গে দোকান তৈরীর চেষ্টায় বাধা দিলে পাঁচগাও গোলাপবাজার পরিচালনা কমিটির সভাপতির উপর চড়াও হয়েছেন প্রতিপক্ষের লোকেরা।
আজ শনিবার (১৯ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে। আহত বাজার পরিচালনা কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম জুয়েল জানান, ওই সময় স্থানীয় জবরদখলকারী হাবিবুর রহমান ও তার লোকজন পাঁচগাও গোলাপবাজার জামে মসজিদের দেয়াল ভেঙ্গে বলপূর্বক দোকান নির্ণমাণ করার চেষ্টা করলে তাতে বাঁধা দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে হাবিবুর রহমান ও তার লোকজন জুয়েলকে পিটিয়ে আহত করেন।
তিনি স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়েছেন। এ ব্যাপারে তিনি আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দিবেন বলেও জানান। তিনি আরো জানান, হাবিবুর রহমানের বাবা মসজিদে জমি দিলেও তিনি দিতে রাজি নন। সেই কারণে হামলার ঘটনা ঘটে।
এই ব্যাপারে হাবিবুর রহমান হবি জানান, আমার বাবা মসজিদের জমি দিয়েছে ঠিক কিন্তু আমি যে দেয়াল ভেঙ্গেছি সেই জায়গা দেয়নি।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
সূত্রঃ নারায়ণগঞ্জ টাইমস