জেলার সিদ্ধিরগঞ্জে নাসিক ৮ নং ওয়ার্ডে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে বিএনপির মহিলা দলের নেত্রী ও বহিষ্কৃত স্বেচ্ছাসেবকলীগ নেতাকে আটক করে গনধোলাই দিয়েছে এলাকাবাসী।
গতকাল শুক্রবার (২ সেপ্টেম্বর) দিবাগত মধ্য রাতে গোদনাইল ভুইয়া পাড়া রেল লাইন এলাকায় বিএনপি’র মহিলাদলের নেত্রী মিনু আক্তারের নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। গনধোলাইয়ের শিকার স্বেচ্ছাসেবকলীগ নেতা হলেন কাজী ওয়াসিম। তিনি নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও জাতীয় পার্টির নেতা কাজী মহসিনের ছোট ভাই।
এদিকে একাধিক সূত্র জানায়, বিভিন্ন অপকর্মের কারনে স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম থেকে কাজি ওয়াসিমকে অব্যাহতি দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সেচ্ছাসেবকলীগ নেতা কাজী ওয়াসিম ও নারায়ণগঞ্জ মহানগর মহিলাদলের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মিনু আক্তার দীর্ঘদিন যাবৎ অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। এ সম্পর্কের সূত্রে প্রায় রাতেই মিনুর বাড়িতে যাতায়াত ছিলো ওই স্বেচ্ছাসেবকলীগ নেতার।
পূর্বের মতো শুক্রবার রাতে মিনুর বাড়িতে যায় কাজী ওয়াসিম। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী বাড়ি ঘিরে রাখে। এসময় অবৈধ কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় তাদের আটক করে গনধোলাই দেয়।
এদিকে গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এ ঘটনার তথ্যচিত্র সংগ্রত করতে গেলে কাজী ওয়াসিম ও তার লোকজন গণমাধ্যম কর্মীদের উপর হামলা চালায়। এতে জুম্মন নামে এক ফটো সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।
ঘটনার পরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই হুমায়ন গিয়ে এর সত্যতা পেয়ে উভয় পক্ষকে বলে আসে আপনাদের কোন অভিযোগ থাকলে থানায় গিয়ে অভিযোগ করতে পারেন।
ঘটনার পরের দিন আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ মহানগর মহিলাদলের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মিনু আক্তার সিদ্ধিরগঞ্জ থানায় ১১ জনকে বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করেন।
একই সময়ে স্থানীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা কাজী ওয়াসিম বাদী হয়ে থানায় একই ব্যক্তিদের নামে আরেকটি অভিযোগ দায়ের করেন ।
এ বিষয়ে অভিযুক্ত নারায়ণগঞ্জ মহানগর মহিলাদলের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মিনু আক্তার বলেন, আমি টিসিবির পণ্যর জন্য কাজী মহসিনকে ফোন দিলে তিনি তার ভাইকে আমার কাছে পাঠায়, পরে এলাকার কিছু অসামাজিক ব্যক্তিরা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে।
তবে এ বিষয়ে স্থানীয় জাতীয় পার্টির নেতা কাজী মহসিন বলেন, আমার ছোট ভাই মানিক মামার বাড়িতে গিয়ে ছিল। বৃষ্টির কারনে তার বাড়িতে আটকে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই হুমায়ন এ বিষয়ে জানান, মিনু আক্তার ও ওয়াসিম থানায় এসে অভিযোগ দিয়েছে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।