না.গঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ বালু উত্তোলন বন্ধ

শেয়ার করুণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রট শামসুজ্জামান কনক এর নেতৃত্বে অভিযান চালিয়ে  উপজেলার হাইজাদী ইউনিয়ন পরিষদ সংলগ্ন নদী থেকে বালু উত্তোলন বন্ধ করা হয়। 


সহকারী কমিশনার ভুমি শামসুজ্জামন কনক জানান, দীর্ঘ দিন ধরে একটি মহল হাইজাদী ইউনিয়ন পরিষদ সংলগ্ন ব্রিজ এলাকা সরকারী জায়গা থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। সেই খবরের ভিত্তিতে বুধবার  সন্ধ্যায়  অভিযান পরিচালনা করে বালু উত্তোলন বন্ধ করা হয়। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলন কারীরা পালিয়ে যায়। 


এর আগে বিকালে  সহকারী কমিশনার ভুমি শামসুজ্জামান কনক আড়াইহাজার বাজার মসজিদ গলিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারার আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এই সময় বাজারের ৪টি দোকানের  মালিককে ৮ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের খবর পেয়ে অন্য দোকানীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়। 


সহকারী কমিশনার ভুমি শামসুজ্জামন কনক আরও জানান, অবৈধ বালুসহ সব ধরণের কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 

নিউজটি শেয়ার করুণ