না.গঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই

শেয়ার করুণ

ফতুল্লার পূর্ব শিয়াচরে লালখা এলাকায় পাগলা জসীম ও তার সহোযোগিরা প্রকাশ্যে মালুম চাঁন নামক এক মুদী ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আহত ব্যবসায়ী মালুম চানঁ এর ভাই তারিকুজ্জামান তারিক (৪৫) বাদী হয়ে শুক্রবার ফতুল্লা মডেল থাানয় মামলা দায়ের করেছে। আহত মুদী ব্যবসায়ী মালুম শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, বাদীসহ তার অপর তিন ভাই এলিম চাঁন (৫৫), মালুম চাঁন (৫২), খাদেম আলী (৫৮) তাদের ক্রয়কৃত জমিতে বাড়ী করিতে গেলে স্থানীয় চিন্থিত সন্ত্রাসী চাঁদাবাজী, মারামারিসহ একাধিক মামলার আসামী জসীম ওরফে পাগলা জসীমসহ তার সহোযোগীরা অযৌক্তিক দাবি করে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকি প্রদান করে আসছিলো।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৭ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে পাগলা জসীম তার ৪-৫ জন সহোযোগিকে নিয়ে বাদীর ভাই মালুমের মুদি দোকানে প্রবেশ করে দেশীয় তৈরি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে ক্যাশ বাক্সে থাকা দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়।

এসময় হামলাকারীদের হাত থেকে রেহাই পেতে আহত মুদি ব্যবসায়ী মালুম ডাক চিৎকারে বাদি সহ আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীর পালিয়ে যায়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল (২) জানান, আহত মুদি ব্যবাসায়ীর ভাই বাদী হয়ে জসীম সহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জন কে আসামি করে মামলা দায়ের করেছে। এ ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের চেস্টা করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুণ