জেলার বন্দরে ফুফাতো বোনের বাড়িতে বেড়াতে গিয়ে মিম ( ২৫) নামের একজন নিহত ও ২ জন গুরুত্বর আহত হয়েছে।
সোমবার রাত সাড়ে ৭ টার দিকে মদনপুর-মদনগঞ্জ সড়কের বাগবাড়ি এলাকায় বসুন্ধরা গ্রুপের ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মিম নিহত হয়েছে। একই রিক্সায় থাকা খালাতো ভাই পারভেজ ( ৩২), ও লিজা (২৭) গুরুত্বর আহত হয়েছে।
সূত্র মতে, সিদ্ধিরগঞ্জ থানা এলাকার চৌধুরী বাড়ির রমজান মিয়ার ছেলে পারভেজ, খলিল মিয়ার মেয়ে মিম ও সাঈদ মিয়ার মেয়ে লিজা বন্দরের বাগবাড়িতে বেড়াতে আসে।
রিকশা যোগে যাওয়ার সময় কর্ভার ভ্যান (চট্র মেট্র ১১- ৬৫০৮) পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মিম নিহত হন। পারভেজ ও লিজা আহত হয়েছে। দূর্ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু বকর সিদ্দিক জানান, সড়ক দূর্ঘটনায় তরুনী নিহতের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দূর্ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি ণিযন্ত্রনে আনে।